আল্লাহর পথে আহ্বান
লেখকঃ আজিজুল হাকিম
পৃথিবীতে যুগ যুগ ধরে মানব বসতি চলে আসছে। একের পর এক প্রজন্ম আসছে যাচ্ছে। কিন্তু তারা সব কোথায় যাচ্ছে? কেন যাচ্ছে? কার কাছে যাচ্ছে? এর জবাব মানুষের কাছে নেই। তাই তো মহান আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন এবং তাঁদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন।
প্রথমত কথা হচ্ছে, আমরা পৃথিবীতে যা কিছু দেখছি বা না দেখছি সবকিছুর স্রষ্টা হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তিনিই সবকিছুকে সৃষ্টি করেছেন এবং রক্ষণাবেক্ষণ করছেন। মহান আল্লাহ তাআলার সাথে আমাদেরকে পরিচয় করে দিয়েছেন নবী রাসূলগণ। তাঁরাও আমাদের ন্যায় মানব ছিলেন, কিন্তু তাঁরা ছিলেন মহা মানব। তাঁরা ছিলেন পুত ও পবিত্র। কোন গোনাহ তাঁদেরকে স্পর্শ করেনি। তাঁরা সকলেই ছিলেন মহান আল্লাহ তাআলার মাসুম বান্দা। তাঁদের নিকট মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে ওহী অবতীর্ণ হতো আর সেই ওহীর ভিত্তিতেই তাঁরা আমাদেরকে সতর্ক করে গেছেন।
শেষ নবী হযরত মুহাম্মাদ সাঃ এর তিরোধানের পর আমরা তাঁর উম্মত হওয়ার কারণে এখন আমাদের জিম্মায় রয়েছে নবীওয়ালা কাজ। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে হবে আমাদেরকে। আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে হেকমতের সাথে। এটি সাধারণ কোন কাজ নয়! বরং এটি হচ্ছে অত্যন্ত সাহসীকতার কাজ। এই কাজের বিনিময়ে রয়েছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আর এই কাজের জন্যই মহান আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হওয়ার মর্যাতা দান করেছেন।
মহান আল্লাহ তাআলা বলেন,
کُنۡتُمۡ خَیۡرَ اُمَّۃٍ اُخۡرِجَتۡ لِلنَّاسِ تَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَتَنۡہَوۡنَ عَنِ الۡمُنۡکَرِ وَتُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ ؕ وَلَوۡ اٰمَنَ اَہۡلُ الۡکِتٰبِ لَکَانَ خَیۡرًا لَّہُمۡ ؕ مِنۡہُمُ الۡمُؤۡمِنُوۡنَ وَاَکۡثَرُہُمُ الۡفٰسِقُوۡنَ
তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যানের জন্যেই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। (আল ইমরান - ১১০)
یٰبُنَیَّ اَقِمِ الصَّلٰوۃَ وَاۡمُرۡ بِالۡمَعۡرُوۡفِ وَانۡہَ عَنِ الۡمُنۡکَرِ وَاصۡبِرۡ عَلٰی مَاۤ اَصَابَکَ ؕ اِنَّ ذٰلِکَ مِنۡ عَزۡمِ الۡاُمُوۡرِ ۚ
বাছা! নামায কায়েম কর, মানুষকে সৎকাজের আদেশ কর, মন্দ কাজে বাধা দাও এবং তােমার যে কষ্ট দেখা দেয়, তাতে সবর কর। নিশ্চয়ই এটা অত্যন্ত হিম্মতের কাজ। (লোকমান - ১৭)
মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমীন
No comments:
Post a Comment